প্রকাশিত: Sat, Mar 16, 2024 12:01 PM
আপডেট: Sat, May 10, 2025 3:10 AM

[১]হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

ইমরুল শাহেদ: [২] মুম্বাইয়ের ককিলাবেন হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য ভর্তি হয়েছেন মেঘা স্টার অমিতাভ বচ্চন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এবিপি নিউজ শুক্রবার এ তথ্য জানিয়েছে। তিনি মূলত শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় তার অ্যাঞ্জিওপ্লাস্টি অপারেশন করা হয়। 

[৩] ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বলে জানিয়েছেন ককিলাবেন হাসপাতালের ডাক্তাররা। একইসঙ্গে ডাক্তার জানিয়েছেন, এ ব্যাপারে অভিনেতার জনসংযোগ বিভাগ বিবৃতির মাধ্যমে বিস্তারিত জানাবে। 

[৪] টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকালে অভিনেতার পায়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার হার্টে কোনো সমস্যা নেই। 

[৫] গণমাধ্যমগুলোর দাবি, অভিনেতার শারীরিক অসুস্থতা শুরু থেকেই গোপন রাখা হয়েছিল। কিন্তু শুক্রবার (টুইটার) এক্সে একটি পোস্টও করেন অভিনেতা। তিনি লেখেন, ‘আমি চিরকৃতজ্ঞ’। কিন্তু কেন তিনি এ কথা লিখেছেন তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বাঁধে।

[৬] সম্প্রতি অস্ত্রোপচার হয়েছিল অমিতাভের। সেই বিষয়ে ব্লগে নিজেই জানিয়েছিলেন অভিনেতা। হাতে অস্ত্রোপচার করাতে হয়েছিল তার। বয়স ৮১ হলেও নিয়মিত শরীরচর্চার মধ্যেই থাকেন অমিতাভ। জিমে গিয়ে ঘাম ঝরান তিনি। নিজেকে ফিট রাখতে কড়া অনুশাসনের বেড়াজালে নিজেকে বেঁধে রাখেন এই অভিনেতা।

[৭] গত বছর মার্চ মাসে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অমিতাভ। অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। তার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা।